ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই কলা ব্যবসায়ী নিহত

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজন কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কলা ব্যবসায়ীরা ফরিদপুর জেলার সালথা থানা ভাওয়ালদা ইউনিয়নের ফারুক মতব্বার (৪২), আনিচুর রহমান (৫৫) এবং আহত মতিয়ার রহমান।

স্থানীয় গিয়াসউদ্দিন সেতু বলেন, ভোর সাড়ে ৪টার সময় পিকআপ ভ্যানে করে কলা কেনার জন্য ফরিদপুর থেকে মেহেরপুর যাচ্ছিল। সাধুহাটি বাজারে পৌঁছালে সড়কের স্পিড বেকার (বিট) পার হওয়ার সময় সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে। সামনে থাকা ওই ট্রাকটিও চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ এবং গাড়ি নিয়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দুজন নিহত এবং আহত অবস্থায় আটকা পড়ে আছে একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই কলা ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজন কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কলা ব্যবসায়ীরা ফরিদপুর জেলার সালথা থানা ভাওয়ালদা ইউনিয়নের ফারুক মতব্বার (৪২), আনিচুর রহমান (৫৫) এবং আহত মতিয়ার রহমান।

স্থানীয় গিয়াসউদ্দিন সেতু বলেন, ভোর সাড়ে ৪টার সময় পিকআপ ভ্যানে করে কলা কেনার জন্য ফরিদপুর থেকে মেহেরপুর যাচ্ছিল। সাধুহাটি বাজারে পৌঁছালে সড়কের স্পিড বেকার (বিট) পার হওয়ার সময় সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে। সামনে থাকা ওই ট্রাকটিও চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ এবং গাড়ি নিয়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দুজন নিহত এবং আহত অবস্থায় আটকা পড়ে আছে একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।