ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘরে মিলল দুস্থদের ১০০০ কম্বল

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের ঘর থেকে এক হাজার পিস কম্বল উদ্ধার করা হয়েছে। দুস্থদের বিতরণের জন্য সাবেক সংসদ সদস্য পংকজ দেবনাথের কোটায় এসব কম্বল আসে বলে জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

জানা গেছে, উপজেলার খুন্না বাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিপন খান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পংকজ দেবনাথের সব কাজ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রিপন খানের একটি ঘরে সরকারি কম্বল লুকিয়ে রাখা হয়েছে।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে কম্বলগুলো জব্দ করা হয়।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খুন্না বাজারের একটি ঘর থেকে এক হাজার সরকারি কম্বল জব্দ করা হয়েছে। কম্বলের ওপর লেখা রয়েছে ‘নট ফর সেল’।

কম্বলগুলো গরিব-দুস্থদের বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রিপন খান বলেন, কম্বলগুলো এমপি পংকজ দেবনাথের।

জাতীয় নির্বাচনের সময় স্থানীয় আওয়ামী লীগে কোন্দল থাকায় এসব বিতরণ করা যায়নি। পরে উপজেলা পরিষদ নির্বাচন চলে আসে। গরিব-দুস্থদের জন্য দেওয়া এসব কম্বল একটি কোম্পানির।

নিউজটি শেয়ার করুন

স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘরে মিলল দুস্থদের ১০০০ কম্বল

আপডেট সময় : ০৭:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার

বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের ঘর থেকে এক হাজার পিস কম্বল উদ্ধার করা হয়েছে। দুস্থদের বিতরণের জন্য সাবেক সংসদ সদস্য পংকজ দেবনাথের কোটায় এসব কম্বল আসে বলে জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

জানা গেছে, উপজেলার খুন্না বাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিপন খান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পংকজ দেবনাথের সব কাজ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রিপন খানের একটি ঘরে সরকারি কম্বল লুকিয়ে রাখা হয়েছে।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে কম্বলগুলো জব্দ করা হয়।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খুন্না বাজারের একটি ঘর থেকে এক হাজার সরকারি কম্বল জব্দ করা হয়েছে। কম্বলের ওপর লেখা রয়েছে ‘নট ফর সেল’।

কম্বলগুলো গরিব-দুস্থদের বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রিপন খান বলেন, কম্বলগুলো এমপি পংকজ দেবনাথের।

জাতীয় নির্বাচনের সময় স্থানীয় আওয়ামী লীগে কোন্দল থাকায় এসব বিতরণ করা যায়নি। পরে উপজেলা পরিষদ নির্বাচন চলে আসে। গরিব-দুস্থদের জন্য দেওয়া এসব কম্বল একটি কোম্পানির।