সংবাদ শিরোনাম ::
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১৩৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
তিস্তার জন্মলগ্ন থেকে খনন না করায় বৃষ্টি হলে পলি পড়ে ভরাট হয়েছে নদীর তলদেশ। ফলে পানি প্রবাহের পথ না পেয়ে বর্ষাকালে উজানের ঢেউয়ে লালমনিরহাটসহ পাঁচ জেলায় দেখা দেয় ভয়াবহ বন্যা।
এ সময় নদী ভাঙনও বেড়ে যায় কয়েকগুণ। এরই মধ্যে ভারী বর্ষণ ও উজানের ঢলে নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।
প্রতি বছরই নদী পরিবর্তন করছে তার গতিপথ। বর্ষায় ভয়াবহ বন্যায় কিছুটা পানি নেমে যাওয়ার পরপরই তীব্র ভাঙনের মুখে পড়ে নদী পাড়ের মানুষ। তবে এবারের চিত্র ভিন্ন। কয়েকদিনের টানা বৃষ্টিতেই নদীর দুই তীরে ভাঙন দেখা দিয়েছে। এক একটি পরিবার ৮-১০ বার নদী ভাঙনের শিকার।
ট্যাগস :
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই