ত্রিশালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

- আপডেট সময় : ০২:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৭২ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার, ত্রিশাল
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২৪) সন্ধ্যায় ত্রিশাল আব্বাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ময়মনসিংহ মহানগরী শাখার উপদেষ্ঠা আসাদুজ্জামান সোহেল।
প্রধান আলোচক ছিলেন, জেলা শাখার উপদেষ্ঠা মাহাবুবুর রশিদ ফরাজী। উপজেলা শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সভাপতি আবুবকর সিদ্দিক মানিক। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উপদেষ্ঠা মোস্তাফিজুর রহমান শামীম, সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, প্রফেসর নজরুল ইসলাম বাবুল, দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন পেশার শ্রমিক নেতা কর্মীরা।
শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সর্বস্থায় প্রতিটি শ্রমিকের পাশে আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।