ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

- আপডেট সময় : ০২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৮ বার পড়া হয়েছে
এইচএম আলামিন, ভোলা সদর
ভারতে মহানবী সা:) কে কটুক্তির প্রতিবাদে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির হিসাবে বক্তব্যে মোহাম্মদ ইউসুফ মালিক বলেন মহানবী (সা:) আমাদের আইডল আমরা আমাদের জীবনের চেয়েও তাকে বেশি ভালোবাসি, কিছু নাস্তিক ব্যক্তি ইসলাম ধর্ম অবলম্বী এবং হিন্দু ধর্ম অবলম্বীদের মাঝে বিভেদ সৃষ্টি করবার জন্য কিছুদিন পর পর ইসলাম, কোরআন, এবং মুসলমানদের প্রাণপ্রিয় নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। যারা এই সমস্ত কাজ করে আমরা তাদেরকে নিন্দা জানাচ্ছি এবং সম্প্রতি ভারতের হিন্দু ঠাকুর রামগির মহারাজ এবং বিজিবি নেতা নিতেশ নারায়ণ রান সহ অভিযুক্ত সকলকে দ্রুত প্রকাশ্যে বিচারের দাবি জানাচ্ছি।
শুক্রবার ২৭/০৯/২০২৪ ইং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে, ভোলারহাট খোলা মসজিদ চত্বরে ভারতে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে, সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায়।
বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মিডিয়া ও প্রচার সম্পাদক ইউসুফ মালিক, কেন্দ্রীয় শূরা আনোয়ার হোসেন মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা শুয়াইব আহমেদ ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের প্রকাশনা সম্পাদক ইয়াসিন ঢালী। সদর থানা সভাপতি হোসাইন মোহাম্মদ শাহিন সহ- প্রমূখ নেতৃবৃন্দ।