ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় মুখ বেঁধে অলি মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার জগৎ বাজারে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। নিহত অলি মিয়া পৌর এলাকার পৈরতলার মৃত মতি মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অলি মিয়া জগৎ বাজারে একটি শৌচাগার পরিচালনা করতেন। শনিবার রাতে চার-পাঁচজন লোক এসে তার মুখে বেঁধে ছুরিকাঘাত করে।

এ সময় তার কাছে থাকা নগদ অর্থ লুট করে নেওয়া হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অলি মিয়াকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেন। পরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। ইতোমধ্যে মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় মুখ বেঁধে অলি মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার জগৎ বাজারে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। নিহত অলি মিয়া পৌর এলাকার পৈরতলার মৃত মতি মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অলি মিয়া জগৎ বাজারে একটি শৌচাগার পরিচালনা করতেন। শনিবার রাতে চার-পাঁচজন লোক এসে তার মুখে বেঁধে ছুরিকাঘাত করে।

এ সময় তার কাছে থাকা নগদ অর্থ লুট করে নেওয়া হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অলি মিয়াকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেন। পরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। ইতোমধ্যে মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।