সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৬:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৯ জানায়, সোনাপুর এলাকার স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক এমপি হেনরি। র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুন্নবী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে স্বামীসহ সাবেক এমপি হেনরিকে গ্রেফতার করে র্যাব। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।