ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন আটক ১৫

- আপডেট সময় : ০২:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ১১৭ বার পড়া হয়েছে
ভোলা সংবাদদাতা
ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোষ্টগার্ড সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেন।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন অর-রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলার তেঁতুলিয়া নদীর চর চটকিমারা এলাকায় কোষ্টগার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার এবং ৭টি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ড্রেজার প্রতি ২০ হাজার এবং বাল্কহেড প্রতি ৩০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত ড্রেজার-বাল্কহেডসহ আটককৃতদেরকে ছেড়ে দেন।