মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে সদরপুরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন

- আপডেট সময় : ০৯:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ১৬৮ বার পড়া হয়েছে
সদরপুর (ফরিদপুর), প্রতিনিধি
মাদকের ভয়াল ছোবল থেকে যুবক শ্রেণীকে সরিয়ে এনে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার এক অভিনব প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ফরিদপুরের সদরপুর হল-মাঠ যুব সঙ্ঘ। ‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানকে ধারণ করে তারা এ টুর্নামেন্টের আয়োজন করেন।
মঙ্গলবার ( ১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় সদরপুর উপজেলা হল-মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন। এ উপলক্ষে তিনি বলেন, হলমাঠ যুব সঙঘ কর্তৃক আয়োজিত ক্রীড়া ‘শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ – একটি চমৎকার শ্লোগান নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। আসলে এই শ্লোগানের মধ্য দিয়ে আমরা মাদক ছেড়ে যেন মাঠে আসতে পারি সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করবে এই টুর্নামেন্ট। আমরা খেলা যেমন উপভোগ করব, শ্লোগানকে ধারন করব।
টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষে হাসিবুল ইসলাম রিমেল বলেন, বর্তমান সময়ে যুবকদের মাদকের ভয়াল নেশা সরিয়ে মাঠমুখী করাই আমাদের লক্ষ্য। খেলাধুলা করলে শারীরিক ও মানসিক উন্নতি ঘটবে।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে। এবং এই টুর্নামেন্ট ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।