ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা, পুনরায় তদন্তের নির্দেশ আদালতের

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ৮৩ বার পড়া হয়েছে

সৈয়দ মিজান সমরকন্দী, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় দীর্ঘ ৭ বছর পর পুনঃ তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২ অক্টোবর) রিভিশন মামলার শুনানি শেষে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পুনঃ তদন্তের আদেশ দেয় চট্টগ্রাম ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক জিন্নাত আরা বেগম।

মামলার বাদী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এনামুল হক জানান, ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় মীর্জা ফখরুল সাহেবের গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হমলা করলে ঐ সময় কেউ মামলা করার জন্য সাহস করেনি। ঘটনার ২ দিন পর আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছিলাম। তখন পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট দাখিল করায় মামলাটি খারিজ করা হয়। আমি জজকোর্টে রিভিশন করে দীর্ঘ ৬/৭ বছর শুনানি করিনি।

সময় সুযোগের অপেক্ষায় ছিলাম। আজকে রিভিশন মামলাটি শুনানি অন্তে মঞ্জুর করে পুনঃ তদন্তের আদেশ দেন আদালত। মূলত, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়।

এ সময় গাড়ির গ্লাস ভেঙে মির্জা ফখরুল, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হয়েছিলেন। বহরের বেশ কয়েকটি গাড়ি ভংচুর হয়েছিল।

ঐ সময় ত্রাণ কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে শহরে ফিরে এসে প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত উল্লেখ করেন নেতৃবৃন্দ। এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা, পুনরায় তদন্তের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

সৈয়দ মিজান সমরকন্দী, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় দীর্ঘ ৭ বছর পর পুনঃ তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২ অক্টোবর) রিভিশন মামলার শুনানি শেষে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পুনঃ তদন্তের আদেশ দেয় চট্টগ্রাম ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক জিন্নাত আরা বেগম।

মামলার বাদী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এনামুল হক জানান, ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় মীর্জা ফখরুল সাহেবের গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হমলা করলে ঐ সময় কেউ মামলা করার জন্য সাহস করেনি। ঘটনার ২ দিন পর আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছিলাম। তখন পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট দাখিল করায় মামলাটি খারিজ করা হয়। আমি জজকোর্টে রিভিশন করে দীর্ঘ ৬/৭ বছর শুনানি করিনি।

সময় সুযোগের অপেক্ষায় ছিলাম। আজকে রিভিশন মামলাটি শুনানি অন্তে মঞ্জুর করে পুনঃ তদন্তের আদেশ দেন আদালত। মূলত, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়।

এ সময় গাড়ির গ্লাস ভেঙে মির্জা ফখরুল, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হয়েছিলেন। বহরের বেশ কয়েকটি গাড়ি ভংচুর হয়েছিল।

ঐ সময় ত্রাণ কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে শহরে ফিরে এসে প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত উল্লেখ করেন নেতৃবৃন্দ। এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন।