ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১০ টাকা ভাড়া বেশি চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামতের জন্য ১০ টাকা চাওয়াকে কেন্দ্র করে এক গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে থেমে থেমে এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয় মেম্বার গোষ্ঠীর নয়ন মিয়া ও তার সহযোগীরা মাটি ফেলে স্বেচ্ছাশ্রমে সেটি সংস্কার করেন। এরপর প্রতিটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ টাকা করে খরচ তুলছিলেন নয়ন।

মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল মিয়া অটোরিকশা নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার কাছে মেরামতের খরচ হিসেবে ১০ টাকা দাবি করেন নয়ন। কিন্তু জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন বৈঠকে বসেন। কিন্তু বৈঠকেও উত্তেজনা বাড়লে রাতে উভয় পক্ষ হাতাহাতিতে জড়ান। এ ঘটনা উভয় পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেটিকে কেন্দ্র করে বুধবার সকাল ৭টা থেকে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে টেঁটা ও রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে জমিতে নেমে পড়েন উভয় পক্ষের লোকজন। সকাল ১০টা পর্যন্ত তিন ঘণ্টা চলে সংঘর্ষ। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের ৫৫ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে‌ পুলিশ। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’

নিউজটি শেয়ার করুন

১০ টাকা ভাড়া বেশি চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামতের জন্য ১০ টাকা চাওয়াকে কেন্দ্র করে এক গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে থেমে থেমে এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয় মেম্বার গোষ্ঠীর নয়ন মিয়া ও তার সহযোগীরা মাটি ফেলে স্বেচ্ছাশ্রমে সেটি সংস্কার করেন। এরপর প্রতিটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ টাকা করে খরচ তুলছিলেন নয়ন।

মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল মিয়া অটোরিকশা নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার কাছে মেরামতের খরচ হিসেবে ১০ টাকা দাবি করেন নয়ন। কিন্তু জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন বৈঠকে বসেন। কিন্তু বৈঠকেও উত্তেজনা বাড়লে রাতে উভয় পক্ষ হাতাহাতিতে জড়ান। এ ঘটনা উভয় পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেটিকে কেন্দ্র করে বুধবার সকাল ৭টা থেকে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে টেঁটা ও রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে জমিতে নেমে পড়েন উভয় পক্ষের লোকজন। সকাল ১০টা পর্যন্ত তিন ঘণ্টা চলে সংঘর্ষ। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের ৫৫ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে‌ পুলিশ। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’