সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

- আপডেট সময় : ১০:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১৩৪ বার পড়া হয়েছে
সালথা সংবাদদাতা
ফরিদপুরের সালথায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান এর সাথে সালথায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) রাত টার দিকে সালথা থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, দৈনিক মানব জমিন সালথা প্রতিনিধি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, চ্যানেল এস এর আবু নাছের হুসাইন, দৈনিক দিনকালের আজিজুর রহমান, একুশে কণ্ঠের মুজিবুর রহমান, যায়যায়দিনের বুলবুল হোসাইন, আজকালের খবরের মনির মোল্লা, ভোরের কাগজের আরিফুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক প্রলয়ের সাইফুল ইসলাম মারুফ, আজকের পত্রিকার শ্রাবন হাসান, পল্লীবাংলার লিয়াকত হুসাইন, ভোরের বার্তার মোশাররফ হোসেন, সমকালের সাইফুল ইসলাম, নয়া দিগন্তের রেজাউল করিম, নাগরিক ভাবনার আবুল বাশার, মানব কণ্ঠের শরিফুল হাসান, কালবেলার আকাশ সাহা, আমার সংবাদের বিধান মন্ডল, ভোরের ডাক এর জাকির হোসেন প্রমুখ।
এসময় নবাগত ওসি সালথায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে নবাগত ওসি মোঃ আতাউর রহমান নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে অফিসার ইনচার্জ হিসাবে সালথা থানায় যোগদান করেন।