পঞ্চগড়ে পূজোর উপহার পেলো শিশুরা

- আপডেট সময় : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
আহসান হাবিব, পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনধর্মী শিশু ও শিক্ষার্থীদের মাঝে পুজোর নতুন জামা,নতুর টাকার নোট উপহার দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার দুপুরে জেলার বোদা উপজেলায় বেংহারি ইউনিয়নের বোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের মাঝে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিশুস্বর্গ ফাউন্ডেশনটির উদ্যােগে শিশুদের মাঝে এ উপহার তুলে দেয়া হয়।
এসময় অনুষ্ঠানে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দের সঞ্চালনায় ও রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ শিক্ষানিকেতনের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শাহীন,বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান খান বাবলা ও সিনিয়র সাংবাদিক হোসেন রায়হান প্রমুখ।