সংবাদ শিরোনাম ::
জামিনে মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৭:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ৮০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে তিনি জামিনে মুক্তি পান।
গতকাল সোমবার বিএনপি কর্মী মকবুল হত্যামামলায় সংশ্লিষ্টতার জেরে সাবের হোসেন চৌধুরীকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
অপরদিকে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।