ফরিদপুরে শেখ হাসিনাসহ আ.লীগের ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

- আপডেট সময় : ০২:১২:২০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৩২৩ বার পড়া হয়েছে
ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৬), আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬৮), ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
আজ শনিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধাীন রয়েছে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।