সংবাদ শিরোনাম ::
পাবনায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৬:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলায় খালের পানিতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি মঞ্জরুল আলম।
নিহত শিশুটি ওই গ্রামের নীরেন দাসের মেয়ে সীমা রানী দাস (৯)। সে করকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, এদিন দুপুরে সীমা রানী দাস তার জমজ বোন রিমার সাথে বাড়ির পাশের বগানালি খালে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে সীমা তলিয়ে গেলে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে খবর দেয় বোন। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানি থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সীমাকে মৃত ঘোষণা করেন।