সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলের এমআরটি পাস ঘরে বসেই রিচার্জ করা যাবে

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০১:৩০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / ৫৯ বার পড়া হয়েছে
প্রলয় ডেস্ক
শিগগিরই মেট্রোরেলের যাত্রীরা ঘরে বসেই নিজেদের এমআরটি পাস রিচার্জ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি আব্দুর রউফ।’
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।’
তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে কার্ডহোল্ডার যাত্রীরা সহজেই ঘরে বসে নিজ নিজ কার্ড রিচার্জ করতে পারবেন। দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, শিগগির ভালো সংবাদ দিতে পারবো।’
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবদুর রউফ জানান, মঙ্গলবার পুনরায় চালু হতে যাচ্ছে বন্ধ থাকা মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। কাল উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এটি উদ্বোধন করবেন।’
সেসময় তিনি এই স্টেশনে মেরামতে কত খরচ হয়েছে জানাবেন।’