বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
সমরেশ রায়, কলকাতা
কলকাতা, (১৬ অক্টোবর) বুধবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা করার পর উত্তেজনা বিরাজ করছে। নিহতের নাম প্রদীপ দত্ত।
পুলিশ জানিয়েছে, যে দত্ত সকালে হাঁটতে বের হলে অজ্ঞাতনামা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
“আততায়ীরা দত্তের খুব কাছে থেকে সাতটি গুলি ছুড়েছে,” বলেছেন জেলা পুলিশের এক আধিকারিক৷
গুলির শব্দ শুনে স্থানীয়রা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে দত্তকে প্রচুর রক্তক্ষরণ দেখতে পান। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি বলেন, বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ড রাজনৈতিক অপরাধ নাকি শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
“একই সময়ে, ঘটনা সম্পর্কে আরও তথ্য পেতে আমরা স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি,” বলেছেন জেলা পুলিশ কর্মকর্তা।
এদিকে, মুর্শিদাবাদ জেলার ডোমকলে একটি পৃথক ঘটনায়, বুধবার সকালে একটি অপরিশোধিত বোমার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বিস্ফোরণের আঘাত এমন ছিল যে নিহতের দেহ টুকরো টুকরো হয়ে যায়। নিহতের নাম মমিন মন্ডল।
পুলিশ দেহের বিভিন্ন অংশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ওই বিস্ফোরণটি ঘটেছিল যখন নিহত ব্যক্তি অপরিশোধিত বোমা সংগ্রহের প্রক্রিয়ায় নিয়োজিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের পরিবারের সদস্যরা তার অপরাধমূলক ঘটনার কথা স্বীকার করেছেন। তারা এও স্বীকার করেছে যে ভিকটিমকে অশোধিত বোমা সংগ্রহের জন্য সময়ে সময়ে ভাড়া করা হয়েছিল।