সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার অবস্থান কোথায়, জানাল ভারত

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ১০৩ বার পড়া হয়েছে
প্রলয় ডেস্ক
গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় রয়েছেন, সেই বিষয়ে কথা বলেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় রয়েছেন, সেই বিষয়ে কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন। খবর এনডিটিভির।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে, তিনি স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।