বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
শম্পা দাস, পূর্ব মেদিনীপুর
প্রতিবেশীর সঙ্গে অশান্তির জেরে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের রাসনে। প্রকাশ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসনের বাসিন্দা দীপক বেরার ছেলে অমিত কুমার বেরার সাথে প্রতিবেশী সদানন্দ দাস এর সাথে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল, গতকাল রাত্রে অমিতকে উপযুক্ত শিক্ষা দেওয়ার লক্ষ্যে সদানন্দ দাস, কয়েকজন দুষ্কৃতীরা অমিত বেরার বাড়িতে চড়াও হয়। দুষ্কৃতীরা অমিতকে মারতে গেলে, অমিতের বাবা দীপক বেরা ও দিদি মহুয়া বেরা বাধা দিতে আসে, দুষ্কৃতীরা লাঠি বাঁশ অন্যান্য জিনিস দিয়ে দীপক বেরাকে বেধড়ক মারধর করে, সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন দীপক বেরা, পরিস্থিতি বেগতিক দেখে দুষ্কৃতীরা চম্পট দেয়।
এরপর সুযোগ বুঝে সদানন্দ ও তাঁর দলবল নিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। এমন অবস্থায় তড়িঘড়ি দীপক বেরাকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এগরা থানায় লিখিত অভিযোগ জানায় মৃতের পরিবার। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে এগরা থানার পুলিস। তবে এখনও পলাতক অভিযুক্তরা। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
পরিবারের লোকেরা দীপক বেরা কে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায়, এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এগরা থানায় পিটিয়ে খুন করা লিখিত অভিযোগ জানায় পরিবারের লোকেরা, ঘটনা তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।