সংবাদ শিরোনাম ::
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- / ৫৭ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বনপাড়া থেকে ঢাকাগামী মাছ বোঝাই ট্রাক বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের পেছনের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত ও ৩ যাত্রী আহত হন। আহত ৩ জনকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ইসমাইল হোসেন বলেন, নিহত ২ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। আর দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে।