ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা

৫ বছর পর পার্বতীপুর-চিলমারী রুটে রমনা মেইল চালু

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / ১১৮ বার পড়া হয়েছে

মোঃ ফারুক মিয়া

করোনা মহামারীর সময় ২০২০ সালের মার্চ মাসে পার্বতীপুর-চিলমারী রুটে রমনা মেইল ট্রেনটি বন্ধ করে রেলওয়ে অধিদপ্তর। এরপর দীর্ঘ ৫ বছর থেকে চিলমারী-পার্বতীপুর রুটে লোকাল এই ট্রেনটি বন্ধ ছিল। সোমবার(২১ অক্টোবর) পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামের চিলমারী রমনা রুটে আবারও ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। এতে কুড়িগ্রাম-চিলমারী অঞ্চলের নিম্ন আয়ের মানুষ আনন্দিত।

রেলওয়ে সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনার মহামারীর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রাখা হয়।

তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু করা হলেও ট্রেনটির সুবিধাজনক সময়ে না পৌঁছানো এবং তিস্তা ও কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সাথে সংযোগ না পাওয়া ইত্যাদি কারণে ট্রেনটি জনপ্রিয় হতে পারেনি। তবে দীর্ঘ ৫ বছর পর রমনা মেইল ট্রেনটি আবার চালু হওয়ার খবরে এ জেলার প্রান্তিক পর্যায়ে খুশির আমেজ বইছে।

রমনা রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন,’দীর্ঘ ৫ বছর পর এই স্টেশনে আবার রমনা লোকাল ট্রেন চালু হওয়ার খবরে এলাকায় আনন্দ বিরাজ করছে। রমনা লোকাল ট্রেন চালুতে আমরা অত্যন্ত খুশি।’

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরীফ বলেন, ‘সোমবার সকাল সাড়ে ৯টায় পার্বতীপুর থেকে রমনা লোকাল রাজারহাট স্টেশনে প্রবেশ করে। সেখানে গণকমিটির নেতৃবৃন্দ উপস্থিত যাত্রীদের ফুলের শুভেচ্ছা জানায়। পরে তারা রমনা মেইলে উঠে চিলমারীর দিকে যাত্রা শুরু করে। পথে কুড়িগ্রাম স্টেশন, পাচপীর স্টেশন ও উলিপুর স্টেশনে যাত্রাবিরতীর কালে নেতাকর্মীরা রমনা মেইল চালু করায় ফুলের শুভেচ্ছা জানায়।

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন,’আগে রমনা রেলপথে ৪টি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ট্রেন চালুর মধ্য দিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর ৩ জেলার মানুষের উপকার হবে। পর্যায়ক্রমে বাকি ৩টি ট্রেনও চালু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায় , রমনা লোকাল ট্রেনটি চালু হলে সঠিক সময়ে দিনাজপুরের পাবর্তীপুর ষ্টেশন থেকে ভোর ৫টা ৩০মি. ছেড়ে কুড়িগ্রামের চিলমারীর রমনা ষ্টেশনে পৌঁছবে সকাল ১০টায়। অন্যদিকে,চিলমারীর রমনা ষ্টেশন থেকে সকাল ১০টা ২০মিনিটে ছেড়ে পার্বতীপুরে পৌঁছবে বিকাল ৩টা ২০ মিনিটে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। সোমবার থেকে পার্বতীপুর-রমনা রুটে রমনা লোকাল ট্রেনটি আবারও চালু হলো।

নিউজটি শেয়ার করুন

৫ বছর পর পার্বতীপুর-চিলমারী রুটে রমনা মেইল চালু

আপডেট সময় : ০৩:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

মোঃ ফারুক মিয়া

করোনা মহামারীর সময় ২০২০ সালের মার্চ মাসে পার্বতীপুর-চিলমারী রুটে রমনা মেইল ট্রেনটি বন্ধ করে রেলওয়ে অধিদপ্তর। এরপর দীর্ঘ ৫ বছর থেকে চিলমারী-পার্বতীপুর রুটে লোকাল এই ট্রেনটি বন্ধ ছিল। সোমবার(২১ অক্টোবর) পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামের চিলমারী রমনা রুটে আবারও ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। এতে কুড়িগ্রাম-চিলমারী অঞ্চলের নিম্ন আয়ের মানুষ আনন্দিত।

রেলওয়ে সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনার মহামারীর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রাখা হয়।

তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু করা হলেও ট্রেনটির সুবিধাজনক সময়ে না পৌঁছানো এবং তিস্তা ও কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সাথে সংযোগ না পাওয়া ইত্যাদি কারণে ট্রেনটি জনপ্রিয় হতে পারেনি। তবে দীর্ঘ ৫ বছর পর রমনা মেইল ট্রেনটি আবার চালু হওয়ার খবরে এ জেলার প্রান্তিক পর্যায়ে খুশির আমেজ বইছে।

রমনা রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন,’দীর্ঘ ৫ বছর পর এই স্টেশনে আবার রমনা লোকাল ট্রেন চালু হওয়ার খবরে এলাকায় আনন্দ বিরাজ করছে। রমনা লোকাল ট্রেন চালুতে আমরা অত্যন্ত খুশি।’

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরীফ বলেন, ‘সোমবার সকাল সাড়ে ৯টায় পার্বতীপুর থেকে রমনা লোকাল রাজারহাট স্টেশনে প্রবেশ করে। সেখানে গণকমিটির নেতৃবৃন্দ উপস্থিত যাত্রীদের ফুলের শুভেচ্ছা জানায়। পরে তারা রমনা মেইলে উঠে চিলমারীর দিকে যাত্রা শুরু করে। পথে কুড়িগ্রাম স্টেশন, পাচপীর স্টেশন ও উলিপুর স্টেশনে যাত্রাবিরতীর কালে নেতাকর্মীরা রমনা মেইল চালু করায় ফুলের শুভেচ্ছা জানায়।

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন,’আগে রমনা রেলপথে ৪টি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ট্রেন চালুর মধ্য দিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর ৩ জেলার মানুষের উপকার হবে। পর্যায়ক্রমে বাকি ৩টি ট্রেনও চালু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায় , রমনা লোকাল ট্রেনটি চালু হলে সঠিক সময়ে দিনাজপুরের পাবর্তীপুর ষ্টেশন থেকে ভোর ৫টা ৩০মি. ছেড়ে কুড়িগ্রামের চিলমারীর রমনা ষ্টেশনে পৌঁছবে সকাল ১০টায়। অন্যদিকে,চিলমারীর রমনা ষ্টেশন থেকে সকাল ১০টা ২০মিনিটে ছেড়ে পার্বতীপুরে পৌঁছবে বিকাল ৩টা ২০ মিনিটে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। সোমবার থেকে পার্বতীপুর-রমনা রুটে রমনা লোকাল ট্রেনটি আবারও চালু হলো।