ভালুকায় রেঞ্জ বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৭:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / ১০২ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার
ময়নসিংহের ভালুকায় বন বিভাগ কর্তৃক একেরপর এক মিথ্যামামলা দিয়ে হয়রানী করার ঘটনায় রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ খান এবং কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন খানের প্রত্যাহার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার পাড়াগাঁও গ্রামের কৃষকেরা।
সোমবার (২১অক্টোবর) বিকেলে ভালুকা উপজেলা পরিষদ ভবনের ভালুকা-গফরগাঁও সড়কের পাশে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সামনে বিক্ষুব্ধ জনতা ও এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধনটি। উপজেলার হবিরবাড়ি এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তোফায়েল আহাম্মেদ, মো. হাবিব উল্যাহ, নূর মোহাম্মদ টিপু, আবুল হোসেনসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
বক্তারা বলেন, ‘বাপ-দাদা ও তাদের পূর্বপুরুষেরা শত বছর যেসব জায়গা জমি ভোগদখল করে গেছেন। আমরাও সেসব জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্ত বন বিভাগ প্রতিবছরই আমাদের খাজনা পরিশোধ করা ভোগদখলীয় চাষের জমিতে বনায়নের নামে গাছের চারা লাগাতে যায়। বাধা দিলে তারা চারা না লাগিয়ে ফিরে আসে এবং সরকারী বরাদ্দের অর্থ আত্মসাৎ করার জন্যে গ্রামবাসীর নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। আমরা এই হয়রানী থেকে মুক্তি চাই। আমরা চাই, নিরপেক্ষভাবে ডিমারকেশেন মাধ্যমে সীমানা চিহ্নিত করে বনের জায়গায় বন থাকুক। আমাদের জায়গায় আমরা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করছি।