মিঠাপুকুরে গাছ কাটতে বাধাঁ, বনচোরের হাতে ২ বনপ্রহরী আহত

- আপডেট সময় : ০১:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ৬৭ বার পড়া হয়েছে
মিঠাপুকুর সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুরে বন বিভাগের গাছ চুরিকরে কেটে নিয়ে যাওয়ায় বাধাঁ দেয়ায় বন বিভাগের ২ বনমালী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুবৃত্তরা। আহতদের কে চিকিৎসার জন্য দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভত্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্যা আনুমানিক সাড়ে ৭ দিকে মিঠাপুকুর উপজেলা শাল্টিগোপাল পুর বনবিভাগে।
জানা গেছে, মিঠাপুকুর উপজেলার সদর শাল্টি গোপালপুর বনবিভাগের (ইকো পার্কের) সংলগ্ন স্থানে বন বিভাগের মুল্যবান কিছু গাছ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ দিকে কুখ্যাত বনচোর রাঙ্গাপুকুর গ্রামের জাহাঙ্গীর গং ৭/৮ জনের একটি বন চোরের দল চুরি করে কেটে নিয়ে যাচ্ছিল।
এ-সময় বন মালী সুশীল কর্মকার ও বনমালী তারিকুল ইসলাম গাছ কাটাতে বাধা দেওয়া দূর্বৃত্তরা বন বিভাগের বন মালী সুশীল কর্মকার ও তারিকুল ইসলাম নামের ২ বন প্রহরী কে ধারালে অস্ত্র দিয়ে কপিয়ে গুরুতর আহত করেছে। গুরুতর আহত বন মালী শুশীল কর্মকার কে চিকিৎসার জন্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্ত্তি করা হয়েছে। সে বর্তমানে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বন মালী তারিকুল ইসলাম কে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেয়া হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি ফেরদৌস ওয়াহিদ) জানান, থানায় একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারে চেষ্টা চলছে। সদর বনবিট কর্মকর্তা রুহুল আমিন বলেন, ওই বন চোরের দলটি বরাবরই বন বিভাগের মুল্যবান গাছ কেটে সাবাড় করছে। তাদের বিচারে আওতায় এসে কঠিন শাস্তির ব্যবস্থারকরা প্রয়োজন।