ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইতিবাচক কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে হবে: তারেক রহমান

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেখান থেকে জনগণের রায় পেতে জনগণের মন জয় করতে হবে।

লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হবে এবং বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করতে হবে।

তারেক রহমান আরও বলেন, হাসিনার সরকারের দুর্নীতির চিত্রগুলো গণমাধ্যমে তুলে ধরার জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে হবে, যাতে ভবিষ্যতে অন্য কেউ ভোট ডাকাতি ও গণহত্যায় লিপ্ত হতে সাহস না পায়। তিনি গণমাধ্যমকে এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানান।

সাধারণ জনগণের পাশে দাঁড়াতে ও তাদের সুখে-দুঃখে থাকা নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘মানুষের সঙ্গে থাকুন, ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন অনিরাপদ বোধ না করে।

তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের গণহত্যাকারী হাসিনার পতনের আন্দোলনে ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ হলে প্রবাসীদের সাহসী মুখগুলো জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিহাস তুলে ধরেছে। তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান, নিজেদের অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে যেন থেমে না যান।

বিএনপির নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। সংগঠনের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এছাড়া, তিনি তৃণমূল নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো দুষ্কৃতকারী যেন দেশের অস্থিতিশীলতায় লিপ্ত না হয়। আমরা প্রতিশোধের পথে যাব না, বরং জনগণের পাশে দাঁড়িয়ে ইতিবাচক কাজের মাধ্যমে তাদের মন জয় করতে হবে, যোগ করেন তিনি।

তারেক রহমানের এই নির্দেশনা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্যম সঞ্চারিত করতে পারে। আগামী নির্বাচনে সাফল্য অর্জনের জন্য দলের শক্তি ও জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এ নির্দেশনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

ইতিবাচক কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে হবে: তারেক রহমান

আপডেট সময় : ০২:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেখান থেকে জনগণের রায় পেতে জনগণের মন জয় করতে হবে।

লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হবে এবং বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করতে হবে।

তারেক রহমান আরও বলেন, হাসিনার সরকারের দুর্নীতির চিত্রগুলো গণমাধ্যমে তুলে ধরার জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে হবে, যাতে ভবিষ্যতে অন্য কেউ ভোট ডাকাতি ও গণহত্যায় লিপ্ত হতে সাহস না পায়। তিনি গণমাধ্যমকে এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানান।

সাধারণ জনগণের পাশে দাঁড়াতে ও তাদের সুখে-দুঃখে থাকা নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘মানুষের সঙ্গে থাকুন, ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন অনিরাপদ বোধ না করে।

তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের গণহত্যাকারী হাসিনার পতনের আন্দোলনে ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ হলে প্রবাসীদের সাহসী মুখগুলো জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিহাস তুলে ধরেছে। তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান, নিজেদের অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে যেন থেমে না যান।

বিএনপির নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। সংগঠনের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এছাড়া, তিনি তৃণমূল নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো দুষ্কৃতকারী যেন দেশের অস্থিতিশীলতায় লিপ্ত না হয়। আমরা প্রতিশোধের পথে যাব না, বরং জনগণের পাশে দাঁড়িয়ে ইতিবাচক কাজের মাধ্যমে তাদের মন জয় করতে হবে, যোগ করেন তিনি।

তারেক রহমানের এই নির্দেশনা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্যম সঞ্চারিত করতে পারে। আগামী নির্বাচনে সাফল্য অর্জনের জন্য দলের শক্তি ও জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এ নির্দেশনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।