লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

- আপডেট সময় : ০১:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ৬৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকের চাপায় মো. মুসা নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর চৈতাইল্যা দিঘিরপাড় এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
নিহত মুসা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের হায়দার আলী ব্যাপারী বাড়ির শাহাদাত হোসেন আক্তারের ছেলে।’
পুলিশ ও স্থানীয়রা জানান, সড়কের পাশেই মুসাদের বাড়ি। ঘটনার সময় মুসা বাড়ি থেকে সড়কের পাশে থাকা দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় সে সড়ক পার হতে গেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মালবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুসার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’