ভাঙ্গায় ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলা-ধুলা সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৩:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ১২৯ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জামান, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল রুমে আয়োজিত স্কুল কলেজ মাদ্রাসা ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। ছাত্র ছাত্রীদের শিক্ষা পাঠদানের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্যারামবোড সহ দাবা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি,এম কুদরত এ খুদা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন সহ ভাঙ্গা উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগন প্রমুখ।