সংবাদ শিরোনাম ::
কাউনিয়ার প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ আর নেই

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ১৬৪ বার পড়া হয়েছে
রংপুর ব্যুরো
রংপুর কাউনিয়ার প্রেসক্লাব সভাপতি দৈনিক খোলা কাগজ প্রতিনিধি ও কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ আর নেই (ইন্না-লিল্লাহি -রাজেউন) তিনি রংপুর ডক্টরস মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২.৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
তিনি মৃত্যু কালে ২ স্ত্রী ১ পুত্র ১ কন্যা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।’
তিনি দীর্ঘদিন যাবত খোলা কাগজ ও স্থানীয় প্রথম খবর পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও বড়ুয়া হাট জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।’
দৈনিক প্রলয় রংপুর ব্যাুরো অফিসের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করা হয়।