বাংলাবান্ধায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কুলি শ্রমিক-এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৯০ বার পড়া হয়েছে
আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কুদরত-ই খুদা মিলনের বিরুদ্ধে কোটি কোটি টাকা দূর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুলি শ্রমিক ও এলাকাবাসি।
আজ রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা ইউনিয়নের কুলি শ্রমিক ও সর্বস্তরের জনগণের আয়োজনে তেতুলিয়া উপজেলার সিপাইপাড়া বাজারে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সামনে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন, বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে গরীব মানুষদের অন্যায়ভাবে জমি দখল করেছেন। তার দুর্নীতি চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের দাবী তিনি সাধারন মানুষের অনেক ক্ষতি টাকা আত্বসাৎ করে কোটি কোটি টাকা কামিয়েছে। তাই তিনি পরিষদে আসেন না।
আজ থেকে প্রায় ১ মাস হয়েছে চেয়ারম্যান পরিষদে আসেননা। আমাদের স্বাক্ষরের দরকার। স্বাক্ষর না পেয়ে ফেরৎ যেতে হচ্ছে। তিনি যদি পরিষদে আসবেন না তহলে এই পরিষদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়ে চলে যাওয়ার জোর দাবী জানান। তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃস্টান্তুমূলক শাস্তীর দাবি করেন বক্তারা। পরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পঞ্চগড়-তেতঁলিয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।
এসময় বক্তব্য রাখেন আব্দুল হামিদ, রফিকুল ইসলাম, জফিরউদ্দিন,শ্রমিক সদস্য আহসান হাবিব ও আবু সালেক সহ অনেকে।
এদিকে কুলি শ্রমিক ও সাধারন এলাকাবাসির দাবী অনতি বিলম্বে ইউপি চেয়ারম্যান মিলন পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।