বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক

কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম আমন ধান কাটা শুরু, ভাল ফলনে চাষীরা খুশি

কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম আমন ধান কাটা শুরু, ভাল ফলনে চাষীরা খুশি

কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়া উপজেলায় তিস্তার চরাঞ্চলে আগাম জাতের মঙ্গা তাড়ানো আমন ধান কাটা শুরু হয়েছে। ভালো ফলন পাওয়ায় চাষীরা বেশ খুশি।

চলতি আমন মৌসুমের মাঝামাঝি সময়ে খরার কবলে পড়লেও শেষের দিকে পর্যাপ্ত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ধানের ভালো ফলনের আশা করছে চাষীরা। তবে আগাম জাতের ধানের ফলন পেয়ে চাষীরা বেশ খুশি। তিস্তার চরাঞ্চল চর পল্লিমারি, চর নাজিরদহ, চর চতুরা, চর প্রাণনাথ, চর গোপীডাঙ্গা, চর ঢুষমারা, চর হয়বতখাঁ, চর গনাই, আজমখাঁ সহ ১৭ টি চরাঞ্চলে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। চাষীরা আগাম আলু রোপণের জন্য তাদের জমিতে আগাম জাতের ধান বিনা-৭, ব্রি-৩৩, ব্রি-৭২,ব্রি-৭৫,ব্রি-৪৯ ব্রি-৯৩ সহ পারিজা জাতের ধান চাষ করেছেন। ইতি মধ্যেই পুরোদমে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আগাম জাতের সব ধান কৃষকের গোলায় উঠবে। আর ধান কাটার পর পরই শুরু হবে আলু রোপণের ধুম।

চর নাজির দহ গ্রামের কৃষক হোসেন আলী দৈনিক প্রলয়কে বলেন, তিনি ২ বিঘা জমিতে আগাম ব্রি-৭৫ জাতের ধান চাষ করেছেন। ১০ দিন পরেই তার ধান কাটা শুরু হবে। তিনি আশাতীত ফলন পাবেন বলে আশা করছেন।

একই গ্রামের কৃষক আব্দুল মজিদ দৈনিক প্রলয়কে বলেন, মঙ্গা তাড়ানো ধান বিনা-৭ ও ব্রি-৩৩ জাতের ধান চাষ করেছি। আগাম ধানের রোগ বালাই কম, দাম পাওয়া যায় ভাল বিশেষ করে ধানের আটি (খড়) চড়া দামে বিক্রি করতে পারি সর্বপরি আগাম আলুর চাষ করা যায়।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ১১ হাজার ৪শ’ ৭০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কিন্তু চাষাবাদ হয়েছে ১১ হাজার ৪শ’ ৭৫ হেক্টর জমিতে এর মধ্যে আগাম জাতের ধান ১ হাজার ৩শ’ ৯১ হেক্টর জমিতে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ৮৮০ মেট্রিকটন ধান। তার মধ্যে দেশি জাতের ধান চাষ করা হয়েছে ৮ হেক্টর জমিতে।

আরও পড়ুন

উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আক্তার দৈনিক প্রলয়কে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবারে আমরা আমন ধানের ভালো ফলনের আশা করছি। কৃষকদের সরকার ভর্তুকি মূল্যে সার দিচ্ছে। সরকারি ভাবে নির্বাচিত কৃষকদের সার, বীজ দিয়ে সহায়তা করা হচ্ছে।

কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসাররা ক্ষেতের রোগবালাই, ইঁদুর নিধন, পাখির উপদ্রুপ বিষয়ে নিয়মিত মাঠে গিয়ে পরামর্শ প্রদান করছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়