ফরিদপুরে গণধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময় : ০৫:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে গণধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকেলে ফরিদপুর শহরের বারী প্লাজা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় গণধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: ফরহাদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ নেতা আল আমিন হক, হারুন মিয়া, অর্থ সম্পাদক ফিরোজ শেখ, নিলুফার রুবিসহ অন্যান্য কর্মী সমর্থকরা।
বক্তারা তাদের আলোচনায় বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। পাশাপাশি তারা তাদের দলকে আরো সক্রিয় শক্তিশালী করতে কর্মী সংগ্রহের আহ্বান করে।
আরও পড়ুন
ত্রিশালে সওজ এর জমিতে ঘর তুলে লাকড়ির ব্যবসা
‘চাঁদপুরে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন’
তেঁতুলিয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভবিষ্যতে তারা এলাকায় এবং ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠকের সিদ্ধান্ত নেন। এছাড়া দলের নেতা ভিপি নূরের জনপ্রিয়তার কথা তারা উল্লেখ করেন। আগামী নির্বাচনে তারা ৩০০ আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবেন বলে আলোচনা সভায় জানান।