মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন গ্রেপ্তার

- আপডেট সময় : ০৬:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৯৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে খুন, ছিনতাই, মারধর, সুপারশপে ডাকাতিসহ নানা ধরনের অপরাধে সৃষ্ট আতঙ্কের মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শনিবার এই ৪৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম।
শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বসিলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে মেজর নাজিম এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে সরাসরি ছিনতায়ের জন্য ৩ জন, দোকানে ডাকাতির জন্য ২ জন এবং সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে রবিবার মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প করা হবে। যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে। এর ফলে ছিনতাই সন্ত্রাস চাঁদাবাজি কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর থেকে মোহাম্মদপুর এলাকায় এখন পর্যন্ত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি, ১৯ রকমের ভিবিন্ন প্রকারের মাদক, একটি গ্রেনেড এবং ৭৫-৮০ রকমের বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ২২ জন আটক
সিংগাইরে শাশুড়ী হত্যা মামলায় গৃহবধূর পরকীয়া প্রেমিক গ্রেফতার
মেজর নাজিম জানান, বিভিন্ন সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২-৩ জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানান তিনি।
এসময় থানা পুলিশের পক্ষ থেকে এলাকায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়।