বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে এ বছর বন্যার ক্ষতি পুষে নিতে আগাম শীতকালীন সবজী শশা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।কম খরচে লাভ বেশি থাকায় শসা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।এ মৌসুমে আবহাওয়া অনুকূল ও বাজার দাম ভালো থাকলে শসা বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন শসা চাাষিরা।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা আগাম শীতকালীন সবজি চাষে অনান্য সবজির পাশাপাশি ৩০২ হেক্টর জমিতে শসার চাষাবাদ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবে বলে জানান কৃষি অফিস।
কথা হয় সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের চাষি মোঃ নুর ইসলামের সাথে তিনি দৈনিক প্রলয়কে বলেন, ‘এ বছর তিন বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি শসা চাষ করেছি। শসা চাষে ব্যয় হয়েছে বিঘা প্রতি মোট ১০-১২ হাজার টাকা।এখন পর্যন্ত মণ প্রতি ৪ হাজার দরে ২০ হাজার টাকার শসা বিক্রি করেছি। আবহাওয়া ভালো থাকলে আর গাছের রোগ ব্যাধি না হলে আশা করছি ভালো লাভবান হবো।’
আরেক কৃষক মোঃ রোস্তম আলী দৈনিক প্রলয়কে বলেন, ‘আমি এক বিঘা জমিতে শসা চাষাবাদ করেছি। শসা চাষের নিয়মিত পরিচর্যা ও ওষুধ প্রয়োগ করলে গাছে তেমন রোগ বালাই ধরে না।’ তবে শসায় ছত্রাক/পোকা আক্রমন থেকে রক্ষা পেতে কীটনাশক ছিটিয়ে ক্ষেত ভালো রাখা যায়। বাজারে শসার চাহিদা ভালো। আশা করছি এ মৌসুমে ৫০-৬০ হাজার টাকার শসা বিক্রি করতে পারবো।’
আরও পড়ুন
বাংলাবান্ধায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পঞ্চগড়ে ললিতা বেগুন চাষে লাভবান কৃষক
১১ জেলায় ৭৫২ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন দৈনিক প্রলয়কে বলেন, ‘কুড়িগ্রাম জেলায় ৩০২ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি শসার চাষাবাদ হচ্ছে। কৃষি অফিস থেকে চাষিদের সব সময় নির্দেশনা দেয়া হচ্ছে। আশা করছি এ মৌসুমে শসা চাষিরা লাভবান হবে।’