বগুড়ার সাবেক এমপি শাহাদারা মান্নানের এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার

- আপডেট সময় : ১০:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
আলমগীর চৌধুরী লিটন, ব্যুরো প্রধান
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসীম কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বগুড়া জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রহত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি।
আরও পড়ুন
মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: জাতীয় পার্টি-বিএনপির হামলায় জামায়াতের ১৪ নেতাকর্মী আহত
বিএনপির দু’গ্রুপের ধাওয়া-পাল্টা, উত্তপ্ত মনিরামপুর
হাওড়ায় আতশবাজির আগুনে ৩ শিশুর মৃত্যু
পুলিশ সূত্রে জানা গেছে, অসীম কুমার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুুঁজছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ফুলছড়ির বালাসী এলাকা থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, অসীম কুমারকে গ্রেফতারে বগুড়ার পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে আসছিল। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অসীম কুমারের অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি বগুড়ার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।