কাউনিয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

- আপডেট সময় : ০৩:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ১৭৭ বার পড়া হয়েছে
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাউনিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শনিবার ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা ক্যাম্পাসে থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা উপজেলার সময়বায় অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক।
আরও পড়ুন
সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল
বিশেষ অতিথি বক্তব্য রাখেন- মায়াবাজার কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান আলিমুল রেজ্জ্বা খান জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আফসানা জাহান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুলের সঞ্চালনায়, বক্তব্য রাখেন কাউনিয়া বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম, কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির তারা, আমবাগান ক্ষুদ্র সমবায় সমিতির সম্পাদক মনিফুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ।
দৈনিক প্রলয়/এসিএল