বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক

মিঠাপুকুরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

মিঠাপুকুরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

চলতি মৌসুমে রংপুরের মিঠাপুকুরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। পাকা ধানের গন্ধে কৃষকদের মনে এখন বেশ প্রফুল্লতা দেখা দিয়েছে। এরই মধ্যে আগাম আমন কাটাও শুরু হয়েছে। এখন মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

অন্যদিকে, মাঠ থেকে নতুন ধান বাড়িতে তোলার জন্য আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন কৃষাণীরা। পাশাপাশি এসব জমিতে শীতের সবজি চাষ করার প্রস্তুতি শুরু করেছেন তারা।

মিঠাপুকুর উপজেলার কৃষকরা মনে করছেন ধানের দাম ভালো পেলে বেশি লাভবান হতে পারবেন তারা।

মিঠাপুকুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারের মৌসুমে উল্লেখযোগ্য প্রাকৃতিক দুরে‌্যাগ না হওয়ায় আমনের বাম্পার ফলন হয়েছে। বেশি লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষকরা। ইতোমধ্যে উচ্চ ফলনশীল বিনা-৭, ৪৯, ব্রি-ধান ৭, ব্রি-ধান ১৭, ব্রি-ধান-৬২, ব্রি-ধান ৭০, ব্রি-ধান ৮৭ আগাম জাতের ধান কাটা শুরু করে দিয়েছেন উপজেলার কৃষকরা। ঘরে ঘরে চলছে নবান্নের উৎসব।

চলতি বছর প্রতি বিঘায় ৩০- ৩৫ মণ করে ধানের ফলন হয়েছে। আগাম জাতের ধান কেটে এসব জমিতে অতিরিক্ত ফসল হিসেবে চাষ করা হবে শীতকালীন বিভিন্ন শাক সবজি।

সরেজমিনে কথা হয় উপজেলার আন্ধার কোটা এলাকার কৃষক সিরাজুল ইসলামের সাথে। তিনি জানান, আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। এবার আমনের বাম্পার ফলনও হয়েছে। প্রতি বিঘা জমিতে ৩০-৩৫ মণ করে ধান হয়েছে।

আরও পড়ুন:

উপজেলার ধান ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, নভেম্বরের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বাজারে আমন ধান উঠতে শুরু করেছে। এক হাজার টাকা দরে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে। সামনে আরো দাম বাড়বে।

তিনি আরো জানান, কিছুদিন পর এক হাজার চার শ’ টাকা দরে প্রতিমন ধান বিক্রির সম্ভাবনা রয়েছে।

মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন জানান, চলতি বছর ৩৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করেছেন কৃষকরা। গত বছরের তুলনায় সামন্য একটু বেশি জমিতে ধান চাষ হয়েছে। উল্লেখ যোগ্য প্রাকৃতিক দূর্যোগ না থাকায় এবার আমনের ফলন ও হয়েছে ভালো। আগাম জাতের ধান কেটে একই জমিতে সরিষা, আলু ও শীতকালীন শাক-সবজি চাষ করে কৃষকরা লাভবান হবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়