লালমনিরহাটে শহীদ আবুল কাশেমের ৫৩ তম মৃত্যু বার্ষিকী

- আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
রবিউল ইসলাম, লালমনিরহাট সদর
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পিতা, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পাঙ্গা রাণী লক্ষ্মী প্রিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী শহীদ আবুল কাশেমের ৫৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার( ৯ নভেম্বর) সকাল ১১ টায় লালমনিরহাট সদরের বড়বাড়ীর শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, ও শহীদ আবুল কাশেম এর বড় ছেলে আসাদুল হাবিব লাভল, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক এবিএম ফারুক সিদ্দিকী সহ শহীদ আবুল কাশেম সাহেবের পরিবারের লোকজন ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র ছাত্রীসহ স্থানীয় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ। এ সময় জেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের উচ্চপর্যায়ে নেতৃবৃন্দ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।