ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ৬৫ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের আংগারিয়ায় বড় ভাই জাহাঙ্গীর শিকদারের (৪৫) মৃত্যুর খবর শুনে ছোট ভাই মোহাম্মদ আলীও (৪২) মারা গেছেন। বুধবার ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাসচালক। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদী এলাকার একটি মাদ্রাসায় বসে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী।

পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুই ভাইয়ের এমন মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের ভাই কানন শিকদার বলেন, ‘আমরা ছয় ভাই। আমাদের ভাইদের মধ্যে খুব ভালো সম্পর্কে। রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ নিয়ে বাড়ি ফেরার পর আত্মীয়দের বিষয়টি জানানো হয়। মেজো ভাইয়ের মৃত্যুর খবরে হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও মারা যান। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছে দেই। এর কিছুক্ষণ পর জানতে পারি, তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

আপডেট সময় : ১০:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের আংগারিয়ায় বড় ভাই জাহাঙ্গীর শিকদারের (৪৫) মৃত্যুর খবর শুনে ছোট ভাই মোহাম্মদ আলীও (৪২) মারা গেছেন। বুধবার ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাসচালক। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদী এলাকার একটি মাদ্রাসায় বসে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী।

পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুই ভাইয়ের এমন মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের ভাই কানন শিকদার বলেন, ‘আমরা ছয় ভাই। আমাদের ভাইদের মধ্যে খুব ভালো সম্পর্কে। রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ নিয়ে বাড়ি ফেরার পর আত্মীয়দের বিষয়টি জানানো হয়। মেজো ভাইয়ের মৃত্যুর খবরে হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও মারা যান। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছে দেই। এর কিছুক্ষণ পর জানতে পারি, তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন।