সংবাদ শিরোনাম ::
সাড়ে তিন মাস বন্ধ থাকার পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০১:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা-সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।
শুক্রবার ভোর ৬টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রেন চালুর আন্দোলনের সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রথম দিনেই ঢাকাগামী যাত্রী ছিলো চোখে পড়ার মত। আবারো বাজার স্টেশন থেকে সরাসরি ঢাকা যেতে পেরে উচ্ছসিত সিরাজগঞ্জবাসী।
উল্লেখ্য গত ৪ আগস্ট সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়। দীর্ঘ আন্দোলনের পর ১৫ নভেম্বর থেকে পুনরায় ঢাকা সিরাজগঞ্জ রুটে নিয়মিত চলাচল শুরু হয়।
ট্যাগস :