ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে শীতের আমেজ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০১:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ১২৮ বার পড়া হয়েছে

রনবীর চন্দ্র রায়, ফুলবাড়ী

ফুল-ফল ও ফসলের ঋতু হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিয়েছে রূপবৈচিত্রের ঋতু শীত। গ্রাম অঞ্চলে একটু একটু করে পড়তে শুরু করেছে ঠান্ডা, বইছে হিমেল হাওয়াও। ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা, দূরের পাহাড়টা হালকা কুয়াশায় ঢাকা। বাইরে বের হলেই দেহে কাঁপুনি দিচ্ছে দুয়েকটি শিশির বিন্দুর পতন। সূর্যটাও দেখা দিচ্ছে খানিকটা দেরিতে।

এ যেন শীতেরই উঁকি। শীত আসলেই প্রকৃতি নিজেকে সাজানোর ঢঙ্গে ব্যস্ত হয়ে পড়ে। শীতের সকালের রয়েছে অনন্য সৌন্দর্য ও মাধুর্য। অগ্রহায়ণ মাসের শুরুতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় শীতের দেখা দিয়েছে। ১৬ই নভেম্বর শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকেছে এ অঞ্চল। মানবজীবনে শুরু হয়েছে শীতের সাথে লড়াইয়ের নতুন এক প্রতিযোগীতা। শীতকে উপেক্ষা করে লোকজন বেরিয়ে পড়ে তার আপন কাজে।

তবে শীতের আশীর্বাদ হচ্ছে প্রকৃতিতে নানারকম ফসলের আগমন। স্থানীয়রা বলছেন, বিগত বছরের মতো এ বছর ও শীতের আগমন ঘটেছে মানব জীবনে নিয়ে আসবে নানা অসুবিধা। শীতকালীন সবজি চাষে ব্যস্ত এ অঞ্চলের কৃষকরা যেমন- বেগুন,শীম, কপি,পালংশাক, মূলাশাক, লাউ ইত্যাদি ফসল। বাজারে দেখা মিলছে শীতকালীন সবজি শীম, মুলা, ফুলকপি, বাধাকপি, লাউসহ সুস্বাদু হরেক রকমের সবজি।

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়ীতে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে শীতের আমেজ

আপডেট সময় : ০১:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

রনবীর চন্দ্র রায়, ফুলবাড়ী

ফুল-ফল ও ফসলের ঋতু হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিয়েছে রূপবৈচিত্রের ঋতু শীত। গ্রাম অঞ্চলে একটু একটু করে পড়তে শুরু করেছে ঠান্ডা, বইছে হিমেল হাওয়াও। ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা, দূরের পাহাড়টা হালকা কুয়াশায় ঢাকা। বাইরে বের হলেই দেহে কাঁপুনি দিচ্ছে দুয়েকটি শিশির বিন্দুর পতন। সূর্যটাও দেখা দিচ্ছে খানিকটা দেরিতে।

এ যেন শীতেরই উঁকি। শীত আসলেই প্রকৃতি নিজেকে সাজানোর ঢঙ্গে ব্যস্ত হয়ে পড়ে। শীতের সকালের রয়েছে অনন্য সৌন্দর্য ও মাধুর্য। অগ্রহায়ণ মাসের শুরুতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় শীতের দেখা দিয়েছে। ১৬ই নভেম্বর শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকেছে এ অঞ্চল। মানবজীবনে শুরু হয়েছে শীতের সাথে লড়াইয়ের নতুন এক প্রতিযোগীতা। শীতকে উপেক্ষা করে লোকজন বেরিয়ে পড়ে তার আপন কাজে।

তবে শীতের আশীর্বাদ হচ্ছে প্রকৃতিতে নানারকম ফসলের আগমন। স্থানীয়রা বলছেন, বিগত বছরের মতো এ বছর ও শীতের আগমন ঘটেছে মানব জীবনে নিয়ে আসবে নানা অসুবিধা। শীতকালীন সবজি চাষে ব্যস্ত এ অঞ্চলের কৃষকরা যেমন- বেগুন,শীম, কপি,পালংশাক, মূলাশাক, লাউ ইত্যাদি ফসল। বাজারে দেখা মিলছে শীতকালীন সবজি শীম, মুলা, ফুলকপি, বাধাকপি, লাউসহ সুস্বাদু হরেক রকমের সবজি।