সংবাদ শিরোনাম ::
মোস্তফা সারওয়ার ফারুকী কোন যোগ্যতায় উপদেষ্টা হলেন-মুফতি ফয়জুল করীম

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০১:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ৪৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
মোস্তফা সারওয়ার ফারুকী কোন যোগ্যতায় উপদেষ্টা হলেন?- জাতি জানতে চায়। এই চলচ্চিত্র নির্মাতা পদত্যাগ না করলে, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাবুবাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ ছিল। সেই সমাবেশেই তিনি এসব বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা কেউ বৈষম্য দূর করতে পারেনি। ৫ আগস্টের পরও গুম-খুন-নির্যাতন চলছে। সংগ্রাম এখনও শেষ হয়নি।
আরো পড়ুন-
- ডাকাতির সময় অপহৃত কন্যাশিশুকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করলো র্যাব
- সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন
- সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
মুফতি ফয়জুল করীম বলেন, ক্ষমতার জন্য আজকে বিএনপিও ইউটার্ন নিয়েছে। ৫৩ বছরে দলটি সিন্ডিকেটের মাধ্যমে দেশকে ধ্বংস করেছিল। এ সময় দ্রুত নির্বাচন দেয়ার আহ্বানও জানান তিনি।