লালপুরে শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইকে যাবজ্জীবন কারাদণ্ড!

- আপডেট সময় : ০৬:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৭১ বার পড়া হয়েছে
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ অর্থ দন্ড দিয়েছেন আদালত।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের শ্যালিকাকে ধর্ষণের দায়ে জাহেদুল ইসলাম (৩২) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০হাজার টাকা অর্থ দন্ড দেন। দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়নের আব্দুলপুর পূর্ব পাড়া গ্রামের মো. আব্দুল মজিত প্রামাণিকের ছেলে।
নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান জানান, ২০২১ সালের ১৫ মার্চ সকাল ১০টার দিকে স্ত্রীর ছোট বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
এ ঘটনার পরের দিন ভিকটিমের বাবা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাহেদুল ইসলামের আত্মীয়ের বাড়ি থেকে ভিকটিমসহ জাহেদুল ইসলামকে নিয়ে আসে। পরে জাহেদুল ইসলাম কে আসামি করে ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলাটি লালপুর থানার তৎকালীন পরিদর্শক (ইন্সপেক্টর) হীরেন্দ্রনাথ প্রামাণিক তদন্ত শেষে জাহেদুলকে অভিযুক্ত করে একই বছরের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন।
রায় শেষে দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম ওরফে জারেদকে জেলা কারাগারে পাঠানো হয়।