বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

দৈনিক প্রলয় ডেস্ক

ঢাকায় আজ  এক আলোচনা সভায় বক্তারা আজীবন নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী রাজনৈতিক নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

তারা বলেন, ভাসানী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন এবং জনগণকে ভালোবাসতেন বলে কখনো কারো কাছে মাথা নত করেননি।

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) তাঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির (জেএসপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, অধ্যাপক নুরুন নবী, শ্রমিক নেতা আবুল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা হুমায়ুন কবির প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের  সভাপতি স্বপন কুমার সাহা। দলের মহাসচিব হামিদা খাতুন শেলী অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন।

খান মজলিস বলেন, এই সংকটময় সময়ে ভাসানীর মতো রাজনৈতিক নেতা জাতির নিদারুণ প্রয়োজন।

অনেক রাজনৈতিক সংকটে ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার অনুসারীদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়