বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার
রংপুরে উত্তরবঙ্গ থেকে তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে ঢাকা থেকে উত্তরবঙ্গ ব্লকেডের মাধ্যমে বিচ্ছিন্ন হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র-জনতা।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় রংপুর নগরীর স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন রংপুরের ছাত্র-জনতা।
এ সময় বক্তারা বলেন, গত তিনদিন থেকে যে আন্দোলন করে আসছি তার এখন পর্যন্ত কোনো সুফল পাইনি। তাই আগামী তিনদিনের মধ্যে যদি রংপুর অঞ্চল থেকে উপদেষ্টার নাম ঘোষণা করা না হয় তাহলে রংপুর বিভাগকে ব্লকেডের মাধ্যমে অচল করে দেয়া হবে।
ছাত্র-জনতারা বলেন, মুক্তিযুদ্ধের পর থেকেই উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। নতুন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা উঠলেও সেটি হারিয়ে যেতে বসেছে। যদি তিনদিনের মধ্যে উপদেষ্টা নিয়োগে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমাধান দিতে না পারে তাহলে পুরোপুরি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হলো।