বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক

শেখ হাসিনা চলে যাওয়াতে দেশের দারুণ পরিবর্তন হয়েছে : আমির খসরু

রবিউল ইসলাম, লালমনিরহাট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা।

শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই দেশের একটি দারুণ পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন আমাদের ধরে রাখতে হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৫ম খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী আরও বলেন , শুধু রাজনীতির মাধ্যমে নয়, খেলাধুলার, সংস্কৃতি মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে । এ সময় বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের,বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে বলছেন।

বাংলাদেশের জাতীয়তাবাদী সকল শক্তিকে নিয়ে, এদেশের সকল স্তরের সম্মিলিত মানুষকে নিয়ে,এই যাত্রায় জয়ী হতে আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ সময় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ও জেলা বিএনপিদর যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক বক্তব্য রাখেন। খেলায় রংপুর বিভাগের ১০ টি দল অংশ নিয়েছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়