বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

কালীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলার কর্তৃক চুরি ও বিক্রির অভিযোগ

রবিউল ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজারে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (জি আর) চাল চুরি করে পুরনো চাল মিশিয়ে বাজারজাত করার অভিযোগ উঠেছে ডিলার মনিদুল ইসলাম ও তার ছেলে মো. হাবিবের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, তারা এই অপকর্মের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। চাপারহাট বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি জি আর চাল বাজারের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। ডিলার মনিদুল ইসলাম ও তার ছেলে পুরনো চাল মিশিয়ে নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মনিদুল দাবি করেন, দুর্গাপূজার মন্দিরে বরাদ্দকৃত ৪৬ টন জি আর চাল নিলামের মাধ্যমে কিনেছেন।

তবে বৈধ কাগজপত্র দেখানোর অনুরোধে তারা তা প্রদর্শন করতে ব্যর্থ হন। ডিলারের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন চাপারহাট পূজা কমিটির সভাপতি ধনঞ্জয় রায়। তিনি বলেন, “আমাদের মন্দিরের নামে এমন কোনো বরাদ্দের চাল নেই। এটি তাদের নিজেদের অপকর্ম ঢাকার অপচেষ্টা।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়