ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৯৯ বার পড়া হয়েছে

দৈনিক প্রলয় ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ এর ফরিদপুর জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল বুধবার (২০ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান ফরিদুপর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম)।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনো বিশ্বাস করতে পারছেনা টাকা ছাড়াই পুলিশে চাকুরী পেয়েছে। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। এসময় পুলিশ সুপার জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায়। বাংলাদেশ পুলিশকে যুগপোযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্যে আপনাদের এই নিয়োগ অন্যতম একটি ধাপ।

আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে। তিনি আরোও বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর -২০২৪ এর ফরিদপুর জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে, সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে ফরিদপুর জেলা হতে মোট ৫৬ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে নারী সদস্য ৬ জন এবং পুরুষ সদস্য ৫০ জন রয়েছে। এছাড়াও ০৬ জন প্রার্থী অপেক্ষমান রয়েছে। এ সময় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ, নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ

আপডেট সময় : ০২:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

দৈনিক প্রলয় ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ এর ফরিদপুর জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল বুধবার (২০ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান ফরিদুপর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম)।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনো বিশ্বাস করতে পারছেনা টাকা ছাড়াই পুলিশে চাকুরী পেয়েছে। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। এসময় পুলিশ সুপার জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায়। বাংলাদেশ পুলিশকে যুগপোযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্যে আপনাদের এই নিয়োগ অন্যতম একটি ধাপ।

আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে। তিনি আরোও বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর -২০২৪ এর ফরিদপুর জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে, সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে ফরিদপুর জেলা হতে মোট ৫৬ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে নারী সদস্য ৬ জন এবং পুরুষ সদস্য ৫০ জন রয়েছে। এছাড়াও ০৬ জন প্রার্থী অপেক্ষমান রয়েছে। এ সময় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ, নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।