উলিপুরে ভোক্তা অধিকারের অভিযান

- আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ১৬৮ বার পড়া হয়েছে
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমান
কুড়িগ্রামের উলিপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম মাসুম উদদৌলা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে লাইসেন্স বিহীন দোকান পরিচালনা, মূল্য তালিকা না থাকা, মানহীন বীজ সংরক্ষণ এবং মোড়কীকরণ আইনের ব্যতয় ঘটায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৪ প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো – এম কে ট্রেডার্সকে ৬০০০,ডিজিটাল কৃষি ঘর-৩০০০, অপু-তপু ট্রেডার্সকে ৪০০০ ও মানিক স্টোরকে ২০০০ সহ মোট ১৫০০০হাজার টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক এ.এস.এম.মাসুম-উদ-দৌলা বলেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আমরা উলিপুর বাজার মনিটরিং করেছি। এ সময় ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। আমাদের মনিটরিং বা অভিযান অব্যাহত থাকবে।