ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:০০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৯ বার পড়া হয়েছে

নিহত মিজানুর রহমান স্বেচ্ছাসেবক দলের বগুড়া সদর উপজেলা কমিটির আহ্বায়ক ছিলেন। ছবি সংগৃহীত

স্টাফ রির্পোটার

বগুড়া সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত ৯টায় উপজেলার গোকুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার জানান।

নিহত মিজানুর রহমান স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা কমিটির আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মিজানুর গোকুল এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে নিজের কার্যালয়ে বসেছিলেন। তখন লোডশেডিং চলছিল। এ সময় একদল অস্ত্রধারী সেখানে প্রবেশ করে তাকে রামদা দিয়ে কুপিয়ে চলে যায়।

মিজানুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা কমিটির সদস্যসচিব আবু হাসান বলেন, “অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে৷”

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “কারণটি আমরা এখনও জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, আধিপত্য নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে।”

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের খবর তারা শুনেছেন। এ বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:০০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রির্পোটার

বগুড়া সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত ৯টায় উপজেলার গোকুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার জানান।

নিহত মিজানুর রহমান স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা কমিটির আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মিজানুর গোকুল এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে নিজের কার্যালয়ে বসেছিলেন। তখন লোডশেডিং চলছিল। এ সময় একদল অস্ত্রধারী সেখানে প্রবেশ করে তাকে রামদা দিয়ে কুপিয়ে চলে যায়।

মিজানুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা কমিটির সদস্যসচিব আবু হাসান বলেন, “অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে৷”

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “কারণটি আমরা এখনও জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, আধিপত্য নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে।”

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের খবর তারা শুনেছেন। এ বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।