ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বন্ধ হয়ে থাকা সুগার মিলে চুরি করতে গিয়ে আটক দুই যুবক

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮২ বার পড়া হয়েছে

বন্ধ হয়ে থাকা সুগার মিলে চুরি করতে গিয়ে আটক দুই যুবক। ফাইল ছবি

আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে লোকসানের মুখে বন্ধ হয়ে থাকা সুগার মিলের প্রায় ১৫০ কেজি ওজনের ৬ বান্ডিল পিতলের পাইপ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই যুবক। পরে তাদের সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আটককৃতরা হলেন, পঞ্চগড়ের পূর্ব শিকার পুর এলাকার তছলিম উদ্দীনের ছেলে তারিকুল ও পশ্চিম শিকার পুর এলাকার সৈয়দ আলীর ছেলে আজাদ আলী। এর মধ্যে আজাদ আলী ইজিবাইক চালক বলে জানা গেছে।

সোমবার (৯ মেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সুগার মিলের দক্ষীণ সীমানা প্রাচীর দিয়ে চুরি শেষে পালানোর সময় তাদের আটক করে স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, সু কৌশলে তারা চুরি করে পালানোর সময় আটক হয়েছে। তবে সংরক্ষিত একটি এলাকা এটি। এখানে ভিতরের কারো সহায়তা ছাড়া এই চুরি সম্ভব না। আমরা দাবি জানাচ্ছি জড়িতদের দ্রুত শনাক্ত করে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে তাদের আটক করে রাখা হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদের থানায় নেয়। চুরির সাথে আরো কেও জড়িত আছে কি না, তা তদন্ত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

এসময় উদ্ধার হওয়া ১৫০ কেজি ওজনের পিতলের পাইপ গুলোর বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

স্থানীয় ব্যক্তি বুলেট ইসলাম জানান, মিলের পাশে আমার বাড়ি। আমি রাতে বাড়ি থেকে বের হয়ে একটি অটোতে মিলের কিছু মালামাল দেখে তাদের আটক করি। পরে দ্রুত গেটে নিয়ে এসে কর্তৃপক্ষকে অবগত করলে তাকে আটক করে রাখা হয়।

পঞ্চগড় সুগার মিলের জুনিয়র অফিসার (ভান্ডার ও প্রশাসনের সকল দায়িত্বে) সনতোষ কুমার দাস জানান, আমাদের সিকিউরিটি গার্ড ওই দুই চোরকে মালামালসহ আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনী আসলে চোর দুটোকে তাদের হাতে তুলে দেয়া হয়।

পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) হ্যামলেট বর্মন জানান, চুরির মালামাল সহ আটক দুই যুবককে থানায় নেয়া হয়েছে। মিল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বাদি হয়ে মামলা দায়ের করবে। সকল আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বন্ধ হয়ে থাকা সুগার মিলে চুরি করতে গিয়ে আটক দুই যুবক

আপডেট সময় : ১১:১৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে লোকসানের মুখে বন্ধ হয়ে থাকা সুগার মিলের প্রায় ১৫০ কেজি ওজনের ৬ বান্ডিল পিতলের পাইপ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই যুবক। পরে তাদের সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আটককৃতরা হলেন, পঞ্চগড়ের পূর্ব শিকার পুর এলাকার তছলিম উদ্দীনের ছেলে তারিকুল ও পশ্চিম শিকার পুর এলাকার সৈয়দ আলীর ছেলে আজাদ আলী। এর মধ্যে আজাদ আলী ইজিবাইক চালক বলে জানা গেছে।

সোমবার (৯ মেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সুগার মিলের দক্ষীণ সীমানা প্রাচীর দিয়ে চুরি শেষে পালানোর সময় তাদের আটক করে স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, সু কৌশলে তারা চুরি করে পালানোর সময় আটক হয়েছে। তবে সংরক্ষিত একটি এলাকা এটি। এখানে ভিতরের কারো সহায়তা ছাড়া এই চুরি সম্ভব না। আমরা দাবি জানাচ্ছি জড়িতদের দ্রুত শনাক্ত করে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে তাদের আটক করে রাখা হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদের থানায় নেয়। চুরির সাথে আরো কেও জড়িত আছে কি না, তা তদন্ত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

এসময় উদ্ধার হওয়া ১৫০ কেজি ওজনের পিতলের পাইপ গুলোর বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

স্থানীয় ব্যক্তি বুলেট ইসলাম জানান, মিলের পাশে আমার বাড়ি। আমি রাতে বাড়ি থেকে বের হয়ে একটি অটোতে মিলের কিছু মালামাল দেখে তাদের আটক করি। পরে দ্রুত গেটে নিয়ে এসে কর্তৃপক্ষকে অবগত করলে তাকে আটক করে রাখা হয়।

পঞ্চগড় সুগার মিলের জুনিয়র অফিসার (ভান্ডার ও প্রশাসনের সকল দায়িত্বে) সনতোষ কুমার দাস জানান, আমাদের সিকিউরিটি গার্ড ওই দুই চোরকে মালামালসহ আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনী আসলে চোর দুটোকে তাদের হাতে তুলে দেয়া হয়।

পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) হ্যামলেট বর্মন জানান, চুরির মালামাল সহ আটক দুই যুবককে থানায় নেয়া হয়েছে। মিল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বাদি হয়ে মামলা দায়ের করবে। সকল আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।